বোতল ভাঙার শব্দ
বিশ্বজিৎ বর্মণ
বোতল ভাঙার শব্দের
অবিকল নকল বাবা করতে পারতো
বাবার এই সুপ্ত প্রতিভার কদর
মা কোনোদিন দিতে পারতো না
তাই মা বোতল ছুঁড়ে ফেলতো
মাঝে মাঝে সংসার ছুঁড়ে ফেলতো
মা কিন্তু এটা জানতো না যে-
অপরদিকে বোতলগুলো জমা হয়ে আসছে
মা যেদিন বুঝতে পারলো
বোতল ভাঙার শব্দের
অবিকল নকল বাবা করতে পারতো
বাবার এই সুপ্ত প্রতিভার কদর
মা কোনোদিন দিতে পারতো না
তাই মা বোতল ছুঁড়ে ফেলতো
মাঝে মাঝে সংসার ছুঁড়ে ফেলতো
মা কিন্তু এটা জানতো না যে-
অপরদিকে বোতলগুলো জমা হয়ে আসছে
মা যেদিন বুঝতে পারলো
সেদিন
সেই মুহূর্তে বাবা নিজেই বোতল ছুঁড়ে সংসার ছুঁড়ে আকাশ ছুঁড়ে
বোতল ভাঙার শব্দ হলেন ।
ভূগোল, গেরস্থালি
বিশ্বজিৎ বর্মণ
নুন
কাঁচা
লঙ্কা
মানচিত্র
ভারতবর্ষে
এখন এভাবেই
ভূগোল
যত্ন
সহকারে
শেখানো
হয়
আর
নদী
ভূমিরূপ বোঝে না
নদী
এগোচ্ছে
অন্য সিলেবাসের দিকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন