পরিব্রাজক
জিনাত ইসলাম
চাবুকের ক্ষত আর তর্জনী শাসনে
কাটিয়েছি অধিকারহীনতার তিন যুগ
আজ বিষন্নতার অবসাদে ক্লান্ত মুক্তবৃহঙ্গী
প্রচলিত স্থির জীবনযাপনে আর নয় সময়ের অপব্যয়
বন্দর,গিরিখাত পেরিয়ে আসা এক ছিন্নজীবনে
ভরে রাখি ব্যস্ততার অহংকার
গলি রাজপথের বিজ্ঞাপনী ভিড়ে
ভেঙ্গে দিই সান্ধ্যআইনের নিরবিকল্প বলয়
এস তুমি পেরিয়ে পরিকীরণতার তৃতীয় বাস্তব
ভালবাসা, সে তো ছিল অনিমিখ বিশ্বাস
চোরাবালির বিপন্নতা আর দৈহিক জটিলতার
সঙ্গে উদ্ধৃত্ত কিছু না বলা ধ্রপদী অসুখ
জানি তুমি সাজিয়েছ আমার হীমশীতল বিস্তর
ঝকঝকে শয়ন কক্ষে রেখেছ
ঠান্ডা কাতুজের গোপন স্তূপ
ময়ূররঙা প্রেমপত্র সব হঠাৎ ধূসর
মন কেড়েছে এবারে বৈশালী নগরীর
বৌদ্ধ ভিক্ষুনি তোমার ।
প্রতিবিম্ব
জিনাত ইসলাম
অবসিত হলো প্রেম
ক্কণিত হলো দেবোপমার ত্রিসন্ধ্যা
প্রীণনের ফরিয়াদ ছিলনা
বলাহক ঢেকেছিল মরুদ্যান
যমল গানে,রাশে ভরেছিল শূন্যক্রান্তিরেখা
প্রিয়জন আজ শশ্মানভুমি রুপাজীবার
হাবীর টালমাটাল তারণি
টানাপোড়েনে জ্বলছে পঞ্চপ্রদীপ
উপরোধকের সাড়া মেলেনি
সুতনুর অপেক্ষায় হেমাঙ্গিনীর নখরঞ্জনী।
Kobitaguli mail korara somoy jantrik kono ojana karone juktakkhor bhenge jacchilo ar kichu alada okkhor ek hoe bananer Rup ta onyo nieche..Webmag er udarota o lekhokder proti sommanbodher karonei onek lekha Alor mukh dekhe.Jubinke o puro team er proti bhalobasa roilo.
উত্তরমুছুনআরেকবার কম্পোজ করা যায় সম্ভবত। দ্বিতীয় লেখাটা আমাকে টানল বেশি।
উত্তরমুছুন