শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

দুটি কবিতা - নীলাদ্রি বাগচী




 

শঙ্খধ্বনি
নীলাদ্রি বাগচী


২০১১


অথচ জলের গর্তে ঢেউ পাখা শান দিয়ে ওঠে। শব্দ
শব্দ বুনে খোলার চেষ্টা করে রঙ মেলানোর সুশভিত।
লাউডস্পিকারে নিচু একঘেয়ে বার্তাবহ তুলে রেখেছিল
জংস্বর; তুমি আছো অনিমেষ সিগারেট, অনিবারে
আছো, প্রতিশব্দ এইসব ক্যালেন্ডারের ওঠানামা
গুমোট সকাল রঙে উল্লাসের খানিক- অনেক।
পাহাড়ে ওঠে না রাস্তা, সোজা রাস্তা নামে না
এই মসনদে, এই মেঘ পাপড়ির ঠোঁটে দীর্ঘতর
                           শিসের ধ্বনিতে......


২০১৪      


ভাঁজে ভাঁজে মিথ্যে থাকে। নিজেকে নিভাঁজ করে বলি। এই বলা পুরোটাই পড়া। ভাঁজ খোলা মিথ্যে গুলি ঢুকে যায় পড়ার ভিতর...
বৃষ্টিহীন ভাদ্র মাস, তারিখের ভাঁজে ভাঁজে দুটো তিনটে তারার ঝলক......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন