বেবি-ডল
সৈকত আশ
তোমাকে কি বলব—
ডারলিং? দিদি! না অতসী?
কত সহজেই কলমের গাল ছুঁয়ে
তুমি ভিজে যাচ্ছ এক বাতি হয়ে বাতিঘরে
কেউ বা আদর মাখছে বড় পর্দায়
সাজানো ট্রে-তে পরপর খুলে রাখছ রঙিন শিকড়
বাহবা নীল হয়ে উঠছে স্বর্গ পর্যন্ত
আমাদের সকলের একসঙ্গে ঘুরি হয়ে আসার পিছনে
                তোমার
ভূমিকা,
                     আড়াল
করতে পারো
সানি?
মেরি-গো-রাউন্ড
ছিটকে পড়ার আগে অন্তত চেঁচিয়ে উঠি
চিবুকের উপর ইন্দ্রজাল আছড়ে নামে
বিক্রির পর পাউডার রগড়ে বাড়তি অজুহাত ধার করার নেই
সাদা-বাড়ি কালো-বাড়ি রাঙতায় মোড়া
সব ফ্যাট গলে যায় পাতকুয়োয়—
ডানদিকে গলি আরও ঝকমকে...
কত সুড়ঙ্গে থামাবে আজ?
ঝিমুনি এলে এখনও পরিষ্কার শুনতে পাই—
কালিতলার ঘন্টা বাজল তিনবার...
ওজন নেওয়ার যন্ত্রে বাতিল কয়েন 
ভেঙ্গেচুরে ঢুকে যাচ্ছে দুরন্ত সানগ্লাস ফ্রেমে...
আলোর শহর খাপ খুলে শুয়ে
মরা ঠোঁট পাকিয়ে অনামিকার ডগা…
চোখ বন্ধ করলেই শূন্যের পৃথিবী…
স্টেডিয়াম টপকে লুফে নিচ্ছে, ওভারবাউন্ডারি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন