কবিতা
গৌতম চট্টোপাধ্যায়
প্রথম চন্দন
দীর্ঘ তালুর উঠোন জুড়ে জ্যোৎস্নার চন্দন লেপন,
ছিল কবিতার গোল্লাছুট, নাটকীয় হা-হা হাসি,
প্রোমোশন নেই, পে-স্লিপ নেই কোথাও,
শুধু মুঠির রেখায় জেগে ওঠে মুখের জলছাপ
প্রতিষেধক জানত, তবু রোগ নিরাময় মন্ত্র ভুলে যায়
রণপা’য় ঘুঙুর বেঁধে নাচ টিন টিন থুম থুম
নেই-রাজ্যে ছুট ছুট এগিয়ে যাওয়া
এমন নৈরাজ্যে মনে পড়বেই
চন্দন আমার বন্ধু ছিল
দ্বিতীয় চন্দন
তুমি আমার বন্ধু হয়ে গেলে
জানতে কিভাবে স্বপন ডাক্তার খুন হয়েছিল
জানতে তোমার কোনো প্রতিষেধক নেই
জানতে না জীবনের প্রতিশব্দ জল নয়,
জলে শুধু নীল ঘুম মিশে থাকে!
তদন্তের কানামাছি বৃত্তে
তোমার অস্তিত্ব, সঞ্চিত অর্থ আর প্রেম,
অথবা কোনো দূরকল্প প্রতিবাদ
এক নিরাময় কেন্দ্র থেকে
অন্য কোনো নিরাময় চাওয়া
এমন নৈরাজ্যে মনে হয়
সেইদিন বিদেহী চন্দন আমার বন্ধু হয়ে গেল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন