সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

কবিতা - সুদীপ ব্যানার্জী

 

কবিতা 

সুদীপ ব্যানার্জী

প্রোফাইল হ্যাক হয় সে রাতে

 

 

বৃষ্টি হয়েছে বড় এবারের সন্ধেয়

' শান্ত শান্ত ' বাজে করুণ গান

কানাকানি রেগুলার তাই এ জনস্রোতে

বারছয় লাগানো  মুষল-অবাক

 

আমি তো গাঁথিনি তখনও রূপ

পারিনি পাথরে মেশাতে নরম মুখ

 

বারণ হয়েছ, ফোলানো দু-কদম

রঙীণ পেখম

আলখাল্লায় চাপচাপ

এ কী দাগ

স্মার্ট ও মলিন?

 

 

 

থাক... এই থাক...

 

রাত কতোটা খোয়াব

কতো কাদা মাখে কালভার্ট

ফেক্ শিশিরে

সীমারা জানে

 

প্রতিবেশী বাগান

 

ভাঙাফুল হাতে

মাস্ ক্যানভাস্

 

হারালেন

 

পাসওয়ার্ড

 

 

মেপে যাও বর্গমিটারে

ঘষে গেলে স্ক্রিন

এ তল্লাটে গুমোট কাটে

 

ছুটে আসে যারা

সানগ্লাস হাতে

দূর দূর দুরূহের দিকে

ঘণ আলো

ছিটকে

বিষম প্রোফাইল

মিলিয়ে

মিলিয়ে

ফেরা

অস্পষ্ট লাগে

প্রতিবার

উল্কি- আঁকা সেসব ঊরুদের ...

 

 

সহজে মিলিবে না ঠাঁই যতোই গাই

আগুনে মেয়ে আসে ডোরবেলে

শুধু যে যাওয়াটি তার

অতলান্ত যেদিকে

শিউরানি অতীত

ওম লাগে

অচেনা মেসেজ

'সোনা ওগো ওগো শিশু লাগে'

মিনারের চারপাশ

ঝুঁকেছে ঝুঁকেছি তারই আদরে

চাদরে ময়লাটে গণশোক

খুশবু ...

 

 

তবে কি একচোখা পিস্তল থেকে খুন হব

নালায়েক সন্ধের ব্যাগ চেনে টেনে?

খাম থেকে স্ট্যাম্প তুলে তুমিটি হারিয়ে

ফিরেছ।পুকুর।মনোহারি। আনমনে।

পেটে গোঁজা ছায়াদের মুঠোচাল।

তেরোতলা আস্তাবল এ।

 

 

দুটো স্রোত, মোলায়েম

তোমারই আকাশে

দূর থেকে দিন হয়

আমারই আমারই

ড্রইং-এ, মুড স্যুইং এ

মড়া লুঠ

অলি গলি

শান্তপ্রদেশে

নির্ঘুম জানলা

খাঁজ কাটো তসবিরে...

 

 

কেন যে এমন হয়। পারলে, স্থির হও। হাত ধরে  ঘুমাও  জন্তুঘোরে ---  প্রশ্রয়ে  আইস -কিউব গ্লাসে ঢেলে ওয়েট আ বিট, মেরি জান  ... আরও যদি কিছুটা লেগে যাও ত্বকে , আরও যদি কিছুটা মিলিয়ে যাও গলগল জিভে , ছুঁই কফিমগ... ড্রপ...  স্বপ্নের আহ!চুমুকে সাবাড় তরাইয়ের সারাংশ। নতুন গাউন তোমার।

 

১০

 

বহুটা চলার পর দশমিক। হাসি। দেখা নিজেরই বিলিয়ন ক্লোন। দিব্যকান্ত। নিয়ন্ত্রণ। উৎস। কেক কাটা। রূপোলিরেখা। জীবাশ্ম ফেলে পালালো হাইরোড।  লাল জ্বেলে জ্বেলে থামিয়ে রাখো লাস্ট স্টপ। উড়ব এবার। রানওয়ে সরিয়ে সরিয়ে এ ডানা টায়ার হয়েছে এ্যাতো ---  নির্ভুল ট্র‍্যাকে অক্ষত রেখে নিজেকে,  চলে যাব, ওদিকের চাঁদে ...

 

৮টি মন্তব্য:

  1. সমুদ্রগুপ্ত মল্লিক১৬ অক্টোবর, ২০২৩ এ ১১:১০ AM

    মাথার উপর দিয়ে বেরিয়ে গেলো (সেটা অবশ্য আমার মাথার দোষ) তবে পড়তে ভালো লাগলো।

    উত্তরমুছুন