শুক্রবার, ১৬ মে, ২০১৪

বিকেল ৫ ঘটিকায় - দেবাশিস মুখোপাধ্যায়

বিকেল ঘটিকায়
 দেবাশিস মুখোপাধ্যায়

অবাক পেয়ে গেলে বাক অপলক
সে নারী নারী নয় ঝড়ের জেরক্স
আমাকে শুইয়ে দিয়ে
সে শুধু উষ্ণ শ্বাসে বদলে দেয় মুখের চেহারা
ক্ষুধার্ত দানবের রোবটে নব ঘুরে যায়
আমি হারিয়ে ফেলি ধূলোর মাদারি নাচে
রক্ত গড়িয়ে যায় গোঙানি থামার পর
চাদরের নীচে
বৃষ্টি ফুরালে আকাশে বল্লমের গায়
সামান্য রক্ত দাগ চিহ্নে কথা বলে .....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন