শুক্রবার, ১৬ মে, ২০১৪

ক্ষয় - কৌশিক রায়

   ক্ষয়
কৌশিক রায়

বৃষ্টির জলে ভেসে যায় জলছবি,
পাখির ভেজা ডানার রং -গাঢ় আশমান্
পুরানো ঠিকানায় ভাঙা স্বপ্নের আঁচড়,
চৌচির,আগুন্তুকের চাহিদার বাসর
সেই. বাসি ফুলের ফুলশয্যা -
ছেড়ে আবার চাইছি তোমাকে
কোনো ভেজা ছাদের জলের আলপনা,
ঢেকে রাখে চোখের জল
গুটি গুটি, দমকা হাওয়া -
এলোমেলো আমার সব চাওয়া -পাওয়া
পাথর ভেঙে পাথার খুঁজি -
আমার শোণিতে বিপ্লব, বুঝি
জোড়া শরীরের একরোখা ভ্রুণ,
আজ হবে,হবেই খুন
এই বৃষ্টির জল, শরীর ছুঁয়ে যায় -
আর গত জন্মের পাপ ধুয়ে যায়
তার চেয়ে যদি নিয়তিতে শাস্তি সয় -
তবে শরীর, সেই বিলাসিতায় মত্ত রয়
আজ ঘুণ ধরা শরীরে ধরেছে ক্ষয়,

তবু সে বাঁচতে পায় না তো ভয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন