শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

কবিতা - সৃঞ্জয় ঘোষ

অবয়ব
সৃঞ্জয় ঘোষ

চৌকাঠ চোখ
খোঁজা আর না খোঁজার উপসর্গ
প্রান্তিক সূর্যাস্তে
দৃষ্টির সাথে অস্তিত্বের ঘুম
আর অবশেষ গুরুত্বে ছায়ার নির্দেশ,
ক্রমশ উদ্দেশ্য পায়
সম্পর্কের ওজন।
আলজিভ নীচের ডুবজল
গন্তব্য পেরোয় চৌকাঠ ধার;
ফিরে পাওয়ার অবসাদ,
আর না ফিরে পাওয়ার ইচ্ছেতে
গ্রহন আমার।
মাঝে মধ্যে স্থির আর সু্যোগ পেলেই

আসা আর যাওয়া।