সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

কবিতা - সৈকত ঘোষ

zero - পয়েন্টে দেবীর ইকুয়েশান
সৈকত ঘোষ



অনেকক্ষণ ছায়ার পিছু পিছু হাটলে
আমিই আবছা হই
মগজের সার্কিটে তখন শুধুই
গত রাত

প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড

ছোটোবেলায় গাছের রচনা লিখতে বসলে
আমি ফলের কথা ভেবেছি
ঈশ্বর কখন নিঃশব্দে শরীরে ভরে দিয়েছে বীজ
তারপর কোনো দিন ট্রিগারে হাত রেখে মিস করিনি

সত্যি কথা বলতে
মেট্রো স্টেশনের সব সুন্দরী মেয়ের বুকের দিকে তাকালেই
আমার আপেল খেতে ইচ্ছে করে

জীবনের যাবতীয় দেখা চোখ থেকে ডায়েরি
ডায়েরি থেকে উঠে এসেছে জীবনে



তোমার ফেলেরাখা ব্রা-থেকে জন্ম নেওয়া বিস্ময়ঘোর
এক দুই তিনটে ডাইমেনশান পেরিয়ে
চতুর্থ ডাইমেনশানে মৈথুনের প্রতিটা মিনারেল থেকে
জন্ম নেয় সেই আপেল
সেই প্র কৃত নারী
.
.
.
বিন্দুগুলো জুড়ে তৈরী হওয়া যোনিমুখ
নতুন করে শীত গ্রীষ্ম বর্ষা চেনায়

স্কার্টের নীচের শহরটা আসলে সুদ কষা অঙ্ক... 
 
 

4 comments:

Rajarshi Majumdar বলেছেন...

Ekta tibro jhotka diye gelo lekhata... Ei chomok gulir jonyei tor lekha porte hoy.

KRUCIAL বলেছেন...

ভালো লিখছিস সৈকত । তোর লেখা আগের চেয়ে অনেক বদলে গেছে । শব্দের এলোপাথাড়ি অথচ নিয়ন্ত্রিত ব্যবহার অসম্ভব সুন্দর । একটু -আধটু আবেগ টা নিয়ন্ত্রণ করলে চম্পা ! নালে পলিটোনি চলে আসছে । এই ধরনের লেখা খুঁজে পড়তে ইচ্ছা করে

saikat ghosh বলেছেন...

এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

saikat ghosh বলেছেন...

hum age theke mone rakhbo boss...r rajarshi ke dhonnobad amake diye likhiye newar jonno...or kothay one short ey lekha...so credit goes to him also...