সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

কবিতা - অনীক রুদ্র

জ্যোতিষ বাণী
অনীক রুদ্র



বলছি না ভুল হবে
চলে যাচ্ছে এককের যুগ
ওই লোককে নদী খাবে
মাংসের গন্ধ পেয়ে নদীটিও হয়েছে উৎসুক

আমাদের চেনা নয়
ভাবগতিক রহস্যজনক
বিপন্ন চলন মুদ্রা, সঞ্চয়ে
রঙিন একটি ছবি

ভিজে যাচ্ছে, কী করে বাঁচবি?

বলছি না ভুল হবে
ওকে সঙ্গে নিলে যেন
হাতি ঘোড়া, সাপ ব্যাঙ সবকিছু পাল্টাবে

যা হবার, হতে পারতো – হবে
সামগ্রিক না হলেও, মোটামুটি
দাম্পত্যজীবন সুখী হবে