সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

স্বপ্না বন্দ্যোপাধ্যায়

তোমার বাড়ি: ঘুম ও জেগে ওঠা - ১
ঘুমন্ত শরীর থেকে আরো এক শরীর জেগে উঠে
পাঁচ ডিগ্রি কোন মেপে গাছতন্তুর
সংকোচন -প্রসারনের ছায়া খোঁজে
স্তব্ধতারা জন্মলগ্নের রঙ বদলায়
নিজস্ব গন্ধ থেকে দূরে সরে গিয়ে
চাঁদরাত অসম্পূর্ণ বৃত্তের গায়ে লতানো সোনাঝুরি
আমি স্বপ্নকে ছুঁতে ছুঁতে চলে যাই প্রলম্বিত
রশ্মি রাখা সেইসব পরচর্চামগ্ন
ফিসফিসে ঝাউগাছের কাছে