সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

কবিতা - উল্কা

আপ আর্ট ও সৃষ্টি
উল্কা



রেডিও শিবরাত
খুলে যাচ্ছে তেচোখো মেট্রির
ল্যাদোরিদমে,
                     আকাশযনি
ফুলেদের লাইন
ওল্ড গোল্ড লেনের ফুটপাথ মালা মালা

দাঁতে পেষা বিল্লপত্র
ঝারি জল রেজালা প্রণাম

টিউব লাইট জোড়া রিক্সা বালক
হ্যান্ডকাফ হ্যান্ডবেল হ্যান্ডেল করে
কড় গোনা শেষ ফুটো ত্বক-

জলে দুধে মিশে গেলে
ফনা তোলে সাপের খোলস!

ক্রিং ক্রিং ক্রিং
লোকাল তারের বুকে বয়ে যায় এস টি ডি
জব।



2 comments:

Rajarshi Majumdar বলেছেন...

Darun likhechis re di...

KRUCIAL বলেছেন...

"ক্রিং ক্রিং ক্রিং
লোকাল তারের বুকে বয়ে যায় এস টি ডি
জব। "

দারুণ লাগলো এই বয়ে যাওয়া খরতারে লোকালস্রোত

উল্কার কবিতায় কিছু না কিছু খেলা এবং খেলার চেষ্টা বিবিধ ভাবে নিবদ্ধ থাকে । কিছু বিশেষণ টুককিঞ্চিত ব্যবহারকাতর ! "হ্যান্ডকাফ হ্যান্ডবেল হ্যান্ডেল করে" স্বরূপ খেলাগুলি অন্য মরসুমের মেটাফর শুধু কবিতায় অন্য অন্য খেলাগুলিতেও যুক্ত হতে অনুরোধ । একই প্রদক্ষিণ রিং এ মজে থাকার প্রকোপ ঘনীভূত হচ্ছে । বর্তমান কবিতাটি ছটাময়