সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

কবিতা - মিলন চট্টোপাধ্যায়


কবিতা 

মিলন চট্টোপাধ্যায় 

 

সেফটিপিন

 

অমন দু'চারটে মন্ত্রীর সঙ্গে আমারও সখ্য ছিল

মঞ্চে-টঞ্চে গেলে উত্তরীয়, ফুলটুল,

বড় বড় ল্যাংচা  জুটে যেত

 

দরাজ সার্টিফিকেট দিত মেজ নেতা, সেজ নেতা।

ফুল নেতা হয়ে কী যে আহ্লাদ!

হাবু ছিল আমার ডানহাত।

 

একদিন, আমাকে বাদ দিয়ে টিকিট পেল হাবু

হাবুর বউ খুব সেক্সি। বড় নেতাকে দেখে

হাসত ঠোঁট টিপে। আঁচল পড়ে যেত যখন তখন...

 

'পার্টি'র সবকটা শুয়োরের বাচ্চা বলে বেরিয়ে এসেছি

 

এখন মন্দির করেছি।  পুজো-আচ্চা নিয়ে থাকি।

 

বড় নেতার বউ এসে

সব গুছিয়ে দিয়ে যায়।

 

(৩০ শে জ্যৈষ্ঠ, ১৪৩০ / রাত্রি ৮ ঘটিকা)

3 comments:

নামহীন বলেছেন...

ওরে বাপ্রে।বড় বড় ল্যাংচা পড়ে হেসে ফেলেছি।ভালো লাগা মাষ্টার।

নামহীন বলেছেন...

ধন্যবাদ

নামহীন বলেছেন...

তীব্র শ্লেষ। প্রকাশটিও নান্দনিক। 👌(Debi Sankar)