শনিবার, ২ নভেম্বর, ২০১৩

কবিতা - প্রশান্ত সরকার



গান গাও ফিলোমেলা
প্রশান্ত সরকার



এবার গান করো ফিলোমেলা


কথা রাখো ধ্রূপদী খেয়ালে
ডাক দাও আলো
সুর যেন প্রেমের অনুরনন
গান্ধার রাগ কিছু
কণ্ঠীতে ওঠানামা, যেন তার সুর
                    ছুঁয়ে
                       ছুঁয়ে
                           আসা....
সে কেবল তোমারই শৈলী হতে পারে,
#
একবার গান গাও পাখী,
উত্তাল ঢেউ যেন সুর তারও এক
গান গাও ফিলোমেলা
গাও ইমন, কল্যান গাও,
                 মেঘমল্লার....
#
আজ বসন্ত আসুক
একদিন সুযোগ পেলে,
না হয়-
একসাথে ভিজব সকলে....