শনিবার, ২ নভেম্বর, ২০১৩

সম্পাদকীয় - ৩য় বর্ষ ৫ম সংখ্যা

সম্পাদকীয়




নভেম্বর। শীতকাল এবং সুপর্ণা বিষয়ক আমাদের ব্যাক্তিগত প্রলাপগুলো হঠাৎ করে মনে পড়ে যায় এই সময়। ইয়ার্কিটা অনেকদিন আগেই ঘটে গেছে। এখন শরীরে কবিতার শিকড় বাকড় নিয়ে আমরা এই অনন্ত সার্কাস সাম্রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, দাপিয়েই। কবিতা যদি পাগলামিই হয় তবে সেয়ানা হতে না পারার রুমাল ভেজানো দুঃখটুকু আমরা বহুদিন আগেই উড়িয়ে দিয়েছি। প্রতিষ্ঠানপ্রিয় সময় পাগলদের জন্য কখনোই রেড কার্পেট পেতে কুর্নিশ করার প্রতিযোগিতা করেনি। আমাদের জন্য ফুটপাথ আছে, জেব্রা ক্রশিং আছে। চিরকালের ময়লা কাপড়ের ভিতর সনাতনী সৌন্দর্য, অথবা বিক্রি হয়ে যাওয়া ভিটেমাটির পাশে ঠেলা চালাতে আসা দেহাতি যুবক--- এসব রইল আমাদের জন্য। কবিতাকে যারা চানাচুর ভাবেন অথবা নিছক শখ – আমাদের রাস্তা, থুড়ি, ফুটপাথে তারা কখনোই হাঁটবেন না। তাতে বরং আমাদেরই পথ খানিক ভিড়মুক্ত হবে। বাজারী ও বিকৃত সকল মানসিকতার দাঁড়িপাল্লায় আমাদের পাগলামি বা সাহিত্য কোনটাকেই চাপাতে পারছি না, বলাবাহুল্য পারতে চাইছিও না।

আমাদের প্রতিটা প্রচেষ্টাই তাই এক একটা সাইরেনের মতো। নভেম্বরের প্রথম ব্লগজিন – যাদের কে সাথে পেলাম এবং যাদের কে পেলাম না সকলকেই ধন্যবাদ। আলোর উৎসব এসে গেছে। এবার উৎসবের আলোগুলো চেতনায় টেনে নেওয়ার পালা। সমবেত শীতঘুম ভেঙে যাক। পাগলামি গুলো বেঁচে থাক।

- ক্ষেপচুরিয়াসের পক্ষে মধুরিমা দত্ত

1 comments:

Anonymous বলেছেন...

Ghanda is exxllent in all his rendering so far