বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

সম্পাদকীয় - ৩য় বর্ষ ৯ম সংখ্যা

সম্পাদকীয়





বছরের প্রথম মাস। একই সাথে লেপের নীচে লুকানো আর কাঁচতোলা গাড়িতে বেড়াতে যাওয়ার মরসুম। ঠান্ডা হাওয়া আর কেক-মাখানো বড়দিন ফেলে আসা; ক্যামেরায় এখনো লেগে আছে পিকনিকের ছবিগুলো। কিছু ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা,কিছু মনে রাখার ইচ্ছে আর অনেক নতুন প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারই ফিরে আসে সময়টা। একদিন মনে হতো,কেন বছরের শুরু জানুয়ারিতেই হবে? কেন এপ্রিল,জুলাই বা সেপ্টেম্বর নয়? আজ আর এসব নিয়ে তোলপাড় হয় না মন। এই শীতের মধ্যে নতুন বছরের অজুহাতে বন্ধুর বুক থেকে যদি একটু উষ্ণতা চুরি করাই যায়,ক্ষতি কি!


আমরা ক্ষ্যাপার দল। দস্তানা আঁটা হাতেও কলম নিয়ে বসি,নিদেনপক্ষে কি-বোর্ড তো আছেই! প্রতিটা লেখা লিখেই মনে হয় একটা নতুন দিন শুরু করলাম,হয়তো বা নতুন বছরও! কে জানে এটাই আমার জন্মদিন কিনা! আমরা দেখতে ভালোবাসি,বেড়াতে ভালোবাসি,কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা বোধহয় ঢেলে দিয়েছি লেখার মধ্যেই। মাঝেমধ্যে দুঃখ হয় প্রেমিকার জন্য।


আর কথা বাড়িয়ে কাজ নেই। ব্রেনের ইনপুট কম্যান্ড চোখদুটো ঠিকঠাক নিতে পারে কিনা তার পরীক্ষা হয়েই যাক না এবার! পুষ্টি তো সবাই-ই চায়!

শুভ নববর্ষ। ভালো থাকবেন।




ক্ষেপচুরিয়াসের পক্ষে
-তন্ময় ভট্টাচার্য