বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – অনিমেষ সিংহ

শীতপ্রেম
অনিমেষ সিংহ



শীত নেমে আসে ভায়োলিন সুরে । পুরনো মদের ডিপ রঙ, তার হেলান চুল
নিম্নচাপ গাঢ় করে তোলে
উঠোনের সমুদ্র ।
শ্মশানের জলন্ত কাঠে মৌমাছি !
সুর মরুভূমি হয় ।
ফুটপাতে কিছুটা এগোলেই
শীতল স্তন কঠিন করে দাঁড়ায়
আধুনিকা ...
রমনীর লাল বেণী
আমারও চোখে চোখে নীল ছবি,
হাত ধরাধরি করে কামড় বসায় অনামিকার গোলাপি মাংসে।
কন্যাজন্ম আমার জন্যে শীত গ্রীষ্ম বর্ষা
দু'পা ছড়িয়ে উল বুনে ,
আলমারিতে জমতে থাকে পিতলের সবুজ কয়েন ,
অচল রঙ ,বসন্ত আসে তার
কাম বিন্দু ধরে ।
হলুদ তারা আর চাঁদ শনশন করে উড়ে যায়
চাবুক বসায় আবিল পঞ্চভূতে ,
বিছানা ভর্তি কাঁচা পাকা প্রেম জোৎস্নার ফুলে ভরে ওঠে ফিঙের ঘর ,
অন্তর্বাস
কামড়া কামড়ি করি।
দরজা দিয়ে সমাধির পথ
আপনা আপনি গড়ে নেয়
বিদগ্ধ সময়