বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – বারীন ঘোষাল

বস্তুগুণ
বারীন ঘোষাল



কবি খুব ম্যাজিক জানে
লাদীনও জানতো
এক কলম দুই কলমের কলমকারি বাগানে
জীবনের কলমাকথায় গান করা
গানে কী রাগ

বনজারা কে বাগান
হাসিতে গুলি জোড়া
হাট চিড়িয়ার খোলা হার্টে
ছুরি-কাঁচির তলায় আরামে ঘুমিয়ে তারা
ভালোবাসার তলায়
দৃশ্যত দ্বিতীয় রোদের রাতে
জলবিয়োগের পশলায়
বৃষ্টি বন খাঁ খাঁ করে প্রান্তর

কবি খুব ম্যাজিক জানে
আলাদীনও জানতো
রমণীর বস্তুগুণে সে রমণ আলাদা মেশায়