বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – দেবজিৎ মুখোপাধ্যায়

বৃষ্টিরাগ
দেবজিৎ মুখোপাধ্যায়



উপশম খুঁজতে গিয়ে ওষুধ গোছা
কয়েক ফোঁটা রাত সাজিয়ে মাথার সামনে...বুদবুদ অনিশ্চয়তা

যেসব কথোপকথন থামিয়ে দেওয়া হয়েছে সেগুলো ঠিক কোন যতিচিহ্ন দিয়ে আবার শুরু হবে জানি না

না জানার বৃত্তচাপে জেগে থাকার আওয়াজ শুনি

ধ্রুবকসমূহ আয়নাবিকার ক্রমে

সুস্থ থাকার ভান করাটাই সব

বোতোল বোতোল
আমি – রাত – অসুখ – উপশম

শহুরে বুকে ক্যাপসুল বৃষ্টি নামলো