বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – সপ্তাশ্ব ভৌমিক

বিপ্লব চেয়ে চিতপাত
সপ্তাশ্ব ভৌমিক



আমি বোতলে পুরেছি কান্না
আমি অনাহারে খুঁজি দম্ভ
আমি চাইনি সবুজ পান্না
আমি ভেঙেছি স্মৃতির স্তম্ভ
আমি হাবভাবে নেই সন্ন্যাস
আমি আদতে বিষয়ী বুদ্ধি
আমি তুষের আগুনে উল্লাস
আমি নিরাময়-হীন শুদ্ধি
আমি সময়ের চোখে ডাস্টবিন
আমি বিবেকের কাছে উৎপাত
আমি বাকির ফাঁকির ক্যানটিন
আমি বিপ্লব চেয়ে চিতপাত