টুকরো কথা - ২
কিছু টুকরো কথা - চ্যাট'এর সুবাদে প্রাণে এলো...
মাঝে মাঝেই প্রেম আর অপ্রেমের খেলায় ভালবাসা - নিদেন ভালোলাগা রেফিউজির মতো খোঁজে ক্যাম্পের সাকিন - একটু আশ্রয়...
আমি এক ভদ্রমহিলা কে জানতাম - চিনতাম একটু আধটু - তাঁর স্বামী কবিতা লিখতেন , আর পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার - তো আমার সেই বন্ধুটিকে ভদ্রমহিলা ক্ষেপে গেলে বলতেন - দাঁড়াও, আর প্রেরণা দেব না ...
ভদ্রলোক সে কোন এক লালচে আলোর আবেশে ভালবাসার উন্মেষের সময় প্রায় নীল হতে হতে বোধহয় বলে ফেলেছিলেন - তুমি আমার কবিতার প্রেরণা ...
ব্যাস খেপলেই প্রেরণার আকাল - ডিমান্ড সাপ্লাই কার্ভের খেলা - আর ভদ্রলোক সে সব সময় বাঙালি চাষির মতো আকাশ দেখত - ঝড় ঝঞ্ঝা অগ্ন্যুৎপাত দৈব দুর্যোগ - আল্লা এরপর একটু আগে থেকে আভাষ দিও -
আসলে মানুষের মতো এতো সরল প্রাণী আর দুটি নেই - যখন যেখানে মনে ধরে সঙ্কেত পাঠায় - কিছুদিন খেলা চলে উদ্গত শিশিরে - আর তারপর - বিপদ হল ঘেন্না ধরে গেল এ স্লোগান টাও কিছুতেই তোলা যাচ্ছে না - কি ব্যাজ কি ব্যাজ
একটু আশ্বাস পেলেই বাঙালি গরুর কণ্ঠে অপরাহ্নবেলা কণ্ঠের ঘুণ্টি বেজে ওঠে - অরোরা বরিয়ালিশের আলোয় আবার ভরে যায় বৈদূর্য আকাশ - সাকিন সন্ধানে মাতে জীবনের সরল আখর - নিসচিন্দিপুর নিসচিন্দিপুর
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন