শুক্রবার, ২ মার্চ, ২০১২

বাণীব্রত কুণ্ডু

মাঝিপাড়া ও ইন্দ্রদেবের দল

জানি না কখন রাত্রি চলে যাবে জোনাকিরা নিভে যাবে সব
মাঝিদের পাড়ায় পাড়ায় দুরভিসন্ধি চাঁদ লিখে যাবে
মাল্লাগান; বহরে বেরিয়ে গেলে পুরুষদল
ইন্দ্রেরা যে যে ভাবে আসে, চলে আসে
প্রবেশ করে, রুদ্ধদ্বার কপাটের ওপারে ভেঙে পড়ে
মেরুদণ্ড, ফুলে ওঠে সুষুম্না, স্নায়বিক হাড়
ভালোবাসা নিংড়ে নিয়ে ফেলে যায় মূর্ছিত গোলাপ
সে আবার ধীরে ধীরে তেজি হয়ে ওঠে
সকাল ফোটে মাঝিদের পাড়ায় পাড়ায়।