শুক্রবার, ২ মার্চ, ২০১২

সুচেতা রায়

কেন তুই মেঘ হতে গেলি
 
নবেন্দুকে দেখে রির্চাজ করে নিচ্ছি সব না দেখা
ভূপালী রাগ মিশে যাচ্ছে আমাদের সব কথায়
সমস্ত জট খুলে নিরস্ত্র হচ্ছে শিশিরে বসা আলাপ
ওর চোখের নীচে সেই সবুজ কোলাহলের ছবি
বিবরণ হাতে পার হয়ে যাচ্ছি তোমার নতুন শহর
যেখানে জলের নীচে হেঁটে যায় মেঘ চোখে থাকে মাছ ও তারপর...