শতাব্দী চলে যাবার পর
শুভেন্দু দেবনাথ
একদিন সমস্ত দুপুর খুলে তুই দেখিয়েছি্লি কমলালেবুর নিভৃত বন
ঘর গুলোর ডাকনাম পোষা বেড়াল,বনসাই হয়ে গেছে ঠোঁট
হাত থেকে খসে পড়া আয়নায় জন্ম নিচ্ছে টুকরো টুকরো বিষাদের মমি
সমস্ত দোটানা যখন গাঢ় হয় তখন সময় নয় ঘড়িটিই একটা ধারণা
টেবিলে তরঙ্গ ছিল কিছু, বদলে এখন খানিকটা পড়ে আছে আঁচ
এভাবেই আলগা মলাটে একদিন ধরা পড়ে যাবে কিছু জং ধরা শব্দ
যে সব শব্দ পাকস্থলির গভীরে জন্মে ক্রমে পায়ুন্মুখী,রোমন্থনের অনিবার্য প্রভাব
তাদের লালায় মিশিয়ে পায়ু পথে বিলীয়মান করে কতবার আশ্চর্য হয়েছি!
কারা আসলে পরিযায়ী হয়, পাখি না মানুষ, স্তিমিত মাত্রাবোধ খুঁজছে ফুলস্টপ
হাসির শিয়রে ভেজানো বালিশের ঘ্রাণ, অমোঘ টানে শেষ কবে উড়ে গেছে মরশুমী পাতা।
দরজা খুলে বহুবার ঘর থেকে টেনে নিয়েছিস কিছু মুহূর্তের মায়াজল,
আর বারোয়ারি দীর্ঘশ্বাস জমে জমে গোটা একটা শূন্যস্থানপুরোন
লালকাঁকড়ার ঝোপে সূর্য ডুবে গেলে নীল জলের বসন্ত ফুরিয়ে যায়
পরিত্যক্ত ইনবক্স জুড়ে খুঁজছি প্রজাপতির ফসিল আর কিছু বোতল বন্দী জোনাকি ।
শুভেন্দু দেবনাথ
একদিন সমস্ত দুপুর খুলে তুই দেখিয়েছি্লি কমলালেবুর নিভৃত বন
ঘর গুলোর ডাকনাম পোষা বেড়াল,বনসাই হয়ে গেছে ঠোঁট
হাত থেকে খসে পড়া আয়নায় জন্ম নিচ্ছে টুকরো টুকরো বিষাদের মমি
সমস্ত দোটানা যখন গাঢ় হয় তখন সময় নয় ঘড়িটিই একটা ধারণা
টেবিলে তরঙ্গ ছিল কিছু, বদলে এখন খানিকটা পড়ে আছে আঁচ
এভাবেই আলগা মলাটে একদিন ধরা পড়ে যাবে কিছু জং ধরা শব্দ
যে সব শব্দ পাকস্থলির গভীরে জন্মে ক্রমে পায়ুন্মুখী,রোমন্থনের অনিবার্য প্রভাব
তাদের লালায় মিশিয়ে পায়ু পথে বিলীয়মান করে কতবার আশ্চর্য হয়েছি!
কারা আসলে পরিযায়ী হয়, পাখি না মানুষ, স্তিমিত মাত্রাবোধ খুঁজছে ফুলস্টপ
হাসির শিয়রে ভেজানো বালিশের ঘ্রাণ, অমোঘ টানে শেষ কবে উড়ে গেছে মরশুমী পাতা।
দরজা খুলে বহুবার ঘর থেকে টেনে নিয়েছিস কিছু মুহূর্তের মায়াজল,
আর বারোয়ারি দীর্ঘশ্বাস জমে জমে গোটা একটা শূন্যস্থানপুরোন
লালকাঁকড়ার ঝোপে সূর্য ডুবে গেলে নীল জলের বসন্ত ফুরিয়ে যায়
পরিত্যক্ত ইনবক্স জুড়ে খুঁজছি প্রজাপতির ফসিল আর কিছু বোতল বন্দী জোনাকি ।
1 comments:
ভালো লেখা । তোমাকে ভালোবাসা সঙ্গ দেওয়ার জন্য ।
একটি মন্তব্য পোস্ট করুন