ভদ্রলোক, তোমায়...
পৃথা রায় চৌধুরী
আঁজলা আঁজলা ফস্কানো তুখোড়
"তোমাকে চাই" দূর ছাই চটা ওঠা
বেঞ্চিকাঠ। পাগলা পাগলা টিক-ট্যাক-টো
আনচান প্রাণ, অস্বস্তির মোড়ে আগুন
হাতটা ধরলে না একবার, কেন এলে নিখুঁত!
কবেকার নহবতে তর্জনী লেগে নিখাদ
সপ্রতিভ ভাবিয়ে যায়, নাহ এ তো চুরি;
তাই জল রেখে দাও, ব্যস্ত দীর্ঘশ্বাসে ঘটি মুচড়িয়ে
মাথাতেই রাখো মাথা, চলকে যেতে নেই দোলক
কিচমিচে ভোর পূর্ব নিশানায়, ভালো থেকো।
স্পর্শকাতর, স্পর্শ কাতর পরমায়ু
হয়ে থেকে যাই অর্বুদ
বুদবুদ বাসা পালটে টালমাটাল।
পৃথা রায় চৌধুরী
আঁজলা আঁজলা ফস্কানো তুখোড়
"তোমাকে চাই" দূর ছাই চটা ওঠা
বেঞ্চিকাঠ। পাগলা পাগলা টিক-ট্যাক-টো
আনচান প্রাণ, অস্বস্তির মোড়ে আগুন
হাতটা ধরলে না একবার, কেন এলে নিখুঁত!
কবেকার নহবতে তর্জনী লেগে নিখাদ
সপ্রতিভ ভাবিয়ে যায়, নাহ এ তো চুরি;
তাই জল রেখে দাও, ব্যস্ত দীর্ঘশ্বাসে ঘটি মুচড়িয়ে
মাথাতেই রাখো মাথা, চলকে যেতে নেই দোলক
কিচমিচে ভোর পূর্ব নিশানায়, ভালো থেকো।
স্পর্শকাতর, স্পর্শ কাতর পরমায়ু
হয়ে থেকে যাই অর্বুদ
বুদবুদ বাসা পালটে টালমাটাল।
5 comments:
"ব্যস্ত দীর্ঘশ্বাসে ঘটি মুচড়িয়ে
মাথাতেই রাখো মাথা, চলকে যেতে নেই দোলক
কিচমিচে ভোর পূর্ব নিশানায়, ভালো থেকো।"
এর বেশী কিছু বলার নেই ।
ভীষণ ভালো লাগল কবি ।
tor valo legechhe, thnq :)
osonkhyo dhonyobad :)
Legeche valo kobi,
Tar cheye valo kobita,
Valo laage aaj,
Kaal ja chilo shob e taa...
একটি মন্তব্য পোস্ট করুন