বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

স্বাধীনতার সময় থেকে

স্বাধীনতার সময় থেকেঃ
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্ষেপুর পাতায় রইল গত শতাব্দীর কিছু দুষ্প্রাপ্য ছবি।


চিত্র ১:- নতুন দিল্লীতে রাষ্ট্রপতির বাসভবন এবং সংসদ ভবনের একটি দুর্লভ সংগ্রহ।


চিত্র ২:- সেলুলার জেল, আন্দামান, ১৯১৭



চিত্র ৩:- শের শাহ সুরী নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেকালের দৃষ্টিতে।


চিত্র ৪:- হুগলী ঘাট, কলকাতা, ১৯১৫


চিত্র ৫:- The Times of India দৈনিকের প্রথম পাতার একাংশ, শুক্রবার ১৫ই আগস্ট ১৯৪৭


চিত্র ৬:- ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালন। ২৬ জানুয়ারী ১৯৫০


চিত্র ৭:- ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহিদ বাংলার ক্ষুদিরাম বোস


চিত্র ৮:- সেকালের বিদ্যুৎ-উৎপাদন কেন্দ্র ১৯১৭


চিত্র ৯:- ব্রিটিশ পার্লামেন্টকে লেখা লর্ড মেকলের ভারত-বিষয়ক চিঠি। ফেব্রুয়ারী ১৮৩৫।


চিত্র ১০:- পার্টিতে মহিলাদের জমায়েত। মুম্বই। ১৯১৯ সাল।