বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

গুচ্ছ কবিতা - বারীন ঘোষাল

গুচ্ছ কবিতা
বারীন ঘোষাল


সিনেমা


কত শান্ত বসে আছে এক বুদ্ধু
ডাকবন্দী খেলার মধ্যে
         ওং
                       ফোং
                                    মন মুন মন মুন
#
মনটি মুনে
আলোকিত চাঁদে
                     চন্দ্রস্কোপে
ফিলিমের ইম খুলে রীল ফিল হীন হয়ে যাচ্ছে সিনেমায়
আর গাছের তলাটা ঘুরে ফিরে খুঁজছে তাহাকে
#
নতুন আর তুন প্রজাপতিদের চেনা যাচ্ছে না আলাদা
শীতল রোদের ঢঙে শবনম যেন জমবো
জমবো করছে না
হরাপতন পড়ছে না এই অলিখিত চিঠির ছলে
                                              যুদ্ধলিপির সিনারিওটি
#
অন্ধকারের মধ্যে অন্ধকার হয়ে বসে আছে
স্মশানের মধ্যেও শান্ত
#
জীবনীর সিনগুলো মাঝে সাঝে কেউ দেখছে না


মোমেন্ট

স্লো মুভির জন্য এই ঘড়িয়ালটাই ফিট
ট্রাসটা স্লিপ করেছে এত সোজা বোঝার সময় নেই
নিদ সিঞ্চন ছোঁয় না কিছু আর
                 স্তনান্তে হাতের ফিলিং ফুরোল তাই
#
একা থাকো চবুতরায়
                চবুতরা যাকে বলে জানি না
রূপকথার ভেজা ঠোঁটে ছেলেবেলাকার জিভ
খাস গান
                আম গান
#
প্রাচীন ভিখারি এসে দাঁড়াতো দরজায়
সিনটা সিনটায়
রূপকন্যে আর নেই
শুধু ধূন তেরেনুম আর কানঘুমে বহেরা
                           পিছল জোড়া চোখ
শুধু ছোটা
                 সেই পড়ন্ত অবস্থার কী হল
মুধু মম নয়ে
                স্নেহের মোমেন্ট আঁকা কোলের অঙ্কখানি পড়ুক


পিউ কাঁহা

তারাদের মধ্যে কোন সাপলুডো নেই কেন যে
                             ভগবানদের পাস্টাইম
                             নিদেন বাসুকী নয়তো উলুপীর খেল
সেদিন আকাশে তিতলি ওড়াবার খেলা
                             ওরা নাআআআআ ওড়না
#
মানুষে টানুষে খেলার মধ্যে
                             বিষের মন্থনটি ছবি হয়ে গেল
          ছবি নেমে এল বিছানায়
দুজনে মিলে বেড়াল লোফালুফি চলছে
কী জ্ঞান কী নির্জ্ঞান বস্তর বিস্তোরিয়া
বয়েই গ্যাছে রাত অলি বিমানিয়া উফ্‌
#
তোমার পিউ কাঁহাটি আমাকে আর একবার দেখাও না
রূপরূপ করছে মাই পালানো শীত
ওই মেঘের পুং
                   শব্দে পরিচয় আর বনবর্ণে
      সড়কিয়া হমদম
উর্দু ভাষায় কাআআআশ
পিউ কাঁহা পর্ণ পর্ণো কেন বাড়িঘর নড়বড়ে