শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - রঙ্গীত মিত্র

প্রতিশব্দ
রঙ্গীত মিত্র



যখন মানুষ পার করে দিয়ে যাওয়া আরেকজন মানুষ
কাঁধ থেকে খাটিয়াটা নামিয়ে রাখে,মাটিতে।
তখন তার কাঁধে আগুন-চোঁয়া ধোঁয়া লিখে রাখে,
দেশটির নাম ভারতবর্ষ ।
যদিও আলাদা শব্দটা ভোটের আগেই উদ্বায়ী ;
কিন্তু আমার খুব বিপ্লব পায় ।
আমি বিপ্লব পাবার পর
দেখি, আমার বিছানায় ম্যাকডোনাল্ডস
এবং ক্লাব-কালচার বিছানার মতো
পলিটিক্স নামক বেলুন উড়িয়ে দিয়ে জানাচ্ছে
“মা”শব্দটার-ও সঠিক হিন্দি প্রতিশব্দ
কি করে বাংলায় ব্যবহার করা যায়,তার সন্ধানে
ব্যস্ত
গণতন্ত্র ।