শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - শুভেন্দু দেবনাথ

বিগত কাঠবাদাম
শুভেন্দু দেবনাথ



উষ্ণতাকে উপড়ে ফেলে আচমকা ঢুকে পড়ে,
নিথর অন্ধকারে ঘুমিয়ে থাকা বস্তুহীনেরা।
শীতার্ত সন্ধ্যেগুলো সাজিয়েছি ক্লান্ত স্মৃতির উচ্ছ্বাস।
কাঁচের শার্শি খুলে আবরণহীন নেশা ছুঁয়ে তীব্রতায়
পেরিয়েছি ঘর।
শরীরের উত্তাপ ছড়িয়ে অপার্থিব পবিত্রতায়-
আঁচড় গুলোয় আদর ভরতে গিয়ে কোনো প্রতিক্রিয়া
বাসা বাধে না।
ডানায় পালক মেখে ডাকনামগুলো ফিরে যাচ্ছে
ব্যালকনি ছুঁয়ে। নিছক শব্দসুখ পেতে ------
নৈঃশব্দের বুকে ঝরে পড়ে ঘুমন্ত টেলিগ্রাম আর ঝরাপাতা।
পুলিশের হুইসেল গলে শিশির ছোঁয়ার আগেই সে সব
দুঃখ হয়ে যায়।
রিক্ততা খুঁজে অন্তিরিক্ত নিয়নের তীব্রতায় যৌনতা
গিরগিটি উপাধি পেলে
মানুষের মত আততায়ীরা লেডিস সিটে ভিক্ষা করে
বিগত কাঠবাদাম।