শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - অপু মেহেদী

দুটি কবিতা
অপু মেহেদী



দ্বিধা

হাওয়ার সাথে দর কষাকষি শেষ হলে বেঁচে দিব কাঠঠোকরার কবন্ধ ভাষা।

আমার উঠোনে ঘর পালানো রোদ; জন্মান্ধ ফড়িংয়ের উড়াউড়ি। হলুদ পাতার দিনে এসে ভিড় করে লাল নীল অবৈধ স্মৃতি।

স্মৃতি মাত্রই অতীত নয়। কিছু স্মৃতি থেকে যায় প্রশ্নাতীত। কিছু প্রশ্ন উত্তরাতীত।

অতীত ও স্মৃতির দ্বিধায় কেটে গেছে সকল প্রশ্নবিদ্ধ দিন। তবু উত্তরের ত্রিবেণী গিঁট খোলার সাহস হয়নি শুধু এই ভেবে- আমি শুধু প্রশ্নেই ছিলাম; উত্তরে না।




মাতাল কাব্য

এই তিমি শিকারের রাতে তুই জলপিপি। মখমল বাতাসে তোর মানবিক প্রণয়। অধিকারে নিয়েছিস নক্ষত্রের ঝিলিক যৌবন। তবুও আলো বিলোচ্ছে বোকা চাঁদ।

লবনশাদা জোছনায় পানশালা থেকে ফিরছে এক উপেক্ষিত মাতাল। তার মুখের গন্ধে ভেসে আসা সিরামিক ভয়কে অনুবাদ করে পার্কের শেষ রাতপরীটি দেয় চুম্বনের অধিকার।

চুম্বন কিংবা সঙ্গম মানেই প্রেম নয়। প্রেম এক ধাতব অভিশাপ; মিশে থাকে প্রেমিকার কামুক বক্ষবন্ধনীতে।

কলঘরে অবগাহন শেষে বক্ষবন্ধনী খুলে ফেললে ভাবিস- মাতালের একাকীত্ব নিয়ে মিশে আছি তোর রৌদ্রজলা বক্ষবন্ধনীর রঙে।