শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - সোমনাথ সাউ

শীতকাল আসছে
সোমনাথ সাউ



একটা কাক কিংবা কোকিলের ছানা

নড়ছিল গাছ

একটা হরিন ও হরিণী আসে

বরফে চাপা পড়ে আছে সমস্ত চিরহরিৎ পাতা

সম্পর্ক গড়িয়ে পড়ে

শূন্যতার মাঝে অশূন্যতার সুতো দিয়ে
যেখানে লাট খাওয়া ঘুড়ি ওড়ে।