সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

কবিতা - পিনাকী সেন

দুটি কবিতা
পিনাকী সেন


(১)

ভাববাচ্যে আর কতদিন
হ্যাঁ গো ও গো তুমি শুনছো
বলে বলে জীবনটাতো কাটিয়েই দিলে
এখন সরাসরি তুই-তুকারি
জাবর কেটে কেটে যত থুতু উগড়ালে
ঢোক গিলে ফেলে নিজেই আবার
ফেনিল সাগর বানিয়েছ অতল পেটে
চীৎকার ... গলা ফাটিয়ে
চীৎকার করে বেসুরো গাও দেখি একটা
স্পষ্ট উচ্চারণ অথবা সঠিক শব্দ-চয়ন
না হয় থুতুই ছেটালে কোচর ভরে
রুমালভেজা ছাপ দেখে দেখে
ঠিক পড়ে নেব তোমার অনুভব সিক্ত নিঃসরণ
পারলে বমিও করো আঙুল দিয়ে
ভারি বুক হাল্কা হবে
দেখবে কত সহজেই কেমন বুঝে নিই
যা কিছু অজারিত অপাচ্য


(২)
চিঠিগুলো যত্ন করেই রাখা ছিল
শুকোতে শুকোতে শুকোতে শুকোতে
সুতোটা আর সইতে পারেনি
মালাটা ছিঁড়ে গেল
টুকরো টুকরো মুক্তো
চাঁদের বহু পুরোনো কবিতা
প্রতিটি খাঁজ়ে অদ্ভুত অটুট মিল
অপারগ তাকিয়ে থাকি হলদেটে স্মৃতিতে রূপালি পোকারা লুকোচুরি খেলে কথাদের ছুঁয়ে ছিঁড়ে