সোমবার, ১ জুলাই, ২০১৩

কবিতা - নীলাঞ্জন সাহা

দুটি কবিতা
নীলাঞ্জন সাহা


১, প্লাবন

পুড়তে থাকা মানুষ যেমন
ঠোঁটে নিয়ে পোড়ায় সিগারেট
নদীও তেমন ভাসাতে ভাসাতে
ভেসে যায় !


২, ভালোবাসার মানুষ

তবু শেষপর্যন্ত মানুষ
ভালোবাসার মানুষ ছাড়া আর কিছুই চায় না ;
ভালোবাসার মানুষের কাছে এমন কী থাকে ?
তেমন কিছুই না
থাকে শুধু গ্রন্থের ভেতর
সেই লুকিয়ে রাখা
ময়ূরের মায়াবী পেখম !