সোমবার, ১ জুলাই, ২০১৩

কবিতা - সৃজিতা মুখোপাধ্যায়

২৬৯ পৌষালী
সৃজিতা মুখোপাধ্যায়


না,
আমার দু কান কাটা
ফ্ল্যাট এর নীচের সিঁড়িটা পেরোলেই আকাশ দেখা যায়..
বাসী চাদরের প্রতিটা ভাঁজে আদিম কৌশল..
আমার মুদ্রাদোষে যা কিছু ধরা পড়ে,আমি ওদের স্বপ্ন বলে মানি-
তখন এক একটা মোজাইক খোপ পেরিয়ে হেঁটে যাচ্ছে বিকেল..
আমি বুকের ভিতরে কর গুনে মেপে নি রিপু আর বাসনার গুনফল..
"আমার বান্ধবী উনিশ"-বলতে বলতে কাঁচা আর পাকা গোঁফগুলো বালিয়াড়ি সাজায়-
হ্যাঙারে ঝোলানো লাল আর শাদা পাঞ্জাবির মাঝের সময়টুকু ,
ক্যামেরার লেন্স পেরিয়ে দেখে নেয় নিজেদের ছায়া-
আমি ষোলোত্তীর্ণ রিয়ার ডোমেনে মিশে যেতে দেখি
আর একটা একমিনিট পনেরো সেকেন্ড..