সোমবার, ১ জুলাই, ২০১৩

কবিতা - হাবিবুল্লাহ রাসেল

দুটি কবিতা হাবিবুল্লাহ রাসেল


পথ

পথিক চলে গেলে
রাত জাগবে পথ
পথিকের সাথে পথ যাবেনা বাড়ি
#
আমার ভাবনা পথে হেঁটে হেঁটে
যতবার বাড়ি যাবে সোনাপাখি
পিছু পিছু হেঁটে যাবে পথ...



হৃদয়বাসিনী... জোছনা মায়ামুখ...

যতোটা আলো জ্বালাই ততোটা ছায়া হয়
ততোটাই কুসুম কুসুম স্বপ্নে
ছায়ারা পাখনা মেলে মায়ার ফড়িঙ
#
বর্ষা ঝরে গেলে বুঝি কতোটা ঝরেছে বৃষ্টি -
গোলাপ, টগর, হাসনেহেনায়...
হৃদয়বাসিনী কেবল হৃৎকথা বোঝে না
#
তোমার সাথে ছায়ারা চলে গেলে
ছায়া রঙের মায়ারা জ্বালায় আদিম আগুন।
আগুন কি পোড়াতে পারে
আগুনের ছায়া - মায়া ?
তবু হৃদয়ে জ্বলন্ত মোমব্যাথা
গলা মোমব্যাথায় পোড়ে মোম মন।
পুড়ে পুড়ে পুড়তে থাকে
মুখপোড়া মুখ... খড়ের ঘর... জানালা ও জোছনা...
#
স্রোতে পাড়তো ভাঙবেই -
তাতে মাছের কী এসে যায়।
প্রেমের আবার পরকীয়া কী !
ও হৃদয়বাসিনী... ও জোছনা মায়ামুখ...