বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা - শুভেন্দু ধাড়া

ব্যারিকেড
শুভেন্দু ধাড়া



এইতো রাত্রি পুড়িয়েছি কাল
অসহনীয় বিক্ষোভের পর ভেঙ্গেছি বৈপরীত্যের এজলাস
বোতামের ভুল ঘরে সনাতন বন্দি বলে
ছিঁড়ে ছিঁড়ে দিতে চেয়েছি অচ্ছুৎ পলিথিনের অলিগলি ।

যেখানে বোধের লিকলিকে হাড়ে দধীচির ঘায় চমকে উঠি নির্বাক
মোমবাতির মুখ জ্বলে - জ্বলে যায় নিঃসঙ্গ চাঁদ ।

তুই কি দেখিস না কিছুই ! শুকনো ঠোঁট ?
এই শহর জানে ভেসে যাওয়া নির্মাণ
কিভাবে ইমারত গড়ে কিভাবে আমার সর্ব অবসর
তোর আঁচল তরঙ্গে শিরশির ওড়ে ।

অথচ চোখের গ্লাসে পার হয়ে যায় কেলেন্ডার
যেখানে আটকে রেখেছিস গুটিপোকা থেকে প্রজাপতির পথ ।

2 comments:

Unknown বলেছেন...

Kabir ei kobita ti parte parte osankhyo valo lagar jaiga pelam. Kobitar sabdochayan valor simarekhaer urdhe.Ar kobitar vab bodh golaper mato.. kudus tomay kabi

Unknown বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।