বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – অংশুমান দে

সুখবর
অংশুমান



পরার মত পরিষ্কার জামাকাপড় নেই
পকেটে টাকা নেই
দেখা নেই প্রেমিকাদের সাথে
বন্ধুদের সাথে বসা হয়নি, কথা হয়নি কতদিন
সময় নেই, দু'দিনে কাজ নামাতে হবে
টেবিল পাইনা তবু বইমেলায় আবেদন করে এলাম
স্বাভাবিক আশায় লিটল ম্যাগাজিনের চাষা
এক চুমুক খেতে না খেতেই উল্টে গেল লিকার চায়ের গ্লাস


পরিস্থিতি নিয়ে বিলাসিতা করা ছাড়া এমন অবস্থায়
আর কিছু খুঁজে পাচ্ছিলাম না বিশেষ--


হঠাৎ পাশ দিয়ে একজন যেতে যেতে ফোনে বলল

'শোন না একটা ভালো খবর আছে'

আনচান করা লোভ তৈরী হলো একটা;
ভেসে আছে এখনো মাথায়...