বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – সঙ্ঘমিত্রা হালদার

বিহু সিরিজ
সঙ্ঘমিত্রা হালদার



১।

দুপুর তখন রাগ খুলতে শুরু করেছে। সিঁড়ির তামাটে রঙ কেটে সবে হালকা ঘুঙুর বেরিয়েছে গোড়ালি অবধি। তাকে টানা নেমে আসতে দেখি। সে চোখে সোনালি কইলে- কবে... পলক ধরে আসে


তুমি আসতে থাকো
এক বাজনদার অভাবিত হতে থাকে

চিরে রাখা জলপাই-এর স্বাদ ফিরবে ফিরবে করে
প্রাণে ধরে বিকেল ঘনায়
গ্রীবা থেকে তারানা তুলে নেয় সে মিশ্র চাতক
দিওয়ানা ওঠে। ওঠে, ভাঙে

এ উপসর্গে সিঁড়ি আজও উদাত্ত
তর্জমায় বললে গান হয়
যৌথ সিঁড়িতে ছায়া লম্বা হয়। বেঁকে যায়
আমাদের মরে যাই দূরত্ব
কিছুতেই নবাবি হয় না আঁধিয়ার

তুমি আসতেই থাকো
এক বাজনদার অভাবিত হতে থাকে