ড্রয়িং রুম অলক বিশ্বাস
উৎসুখ নদীপাড়ে দুপুর গাছ ফেললাম এঁকে
চুপি চুপি তোমাকেও ভাবলাম পাতা
কাল্পনিক এই যে রেখাচিহ্ন ডালপালা, ঘরবাড়ি
গাছেদের সংসারে কতো আয়োজন!
#
সকালে এখানে পাতারা হলুদ হয়ে ঝরে
দুপুরে ভীষণ হাওয়া তোলপাড় তুমিও দুলে
আমাকে শাসাও ক্ষীণ
#
জানি মিলোনিয়াম পার্কে তোমাকে চুমু
সাতকাহনের প্রবাহে অবান্তর
ধ্যাৎ বলে সরে যেতে পারো অন্য শহর
আমি রোদ্দুর দাঁড়াবো কোথায় ?
#
শীতল কথাদের ঘুম ভেঙে গেলে
দরজা খুলো ড্রয়িং রুম।
#
উতল করে চলে যাচ্ছো মৌসুম কাল
এতো চুপচাপ বৃষ্টি আমার
নুড়ি-পাথরে বেজে ওঠো জল
একটা নদীও এঁকে দিও একটি সকাল।
উৎসুখ নদীপাড়ে দুপুর গাছ ফেললাম এঁকে
চুপি চুপি তোমাকেও ভাবলাম পাতা
কাল্পনিক এই যে রেখাচিহ্ন ডালপালা, ঘরবাড়ি
গাছেদের সংসারে কতো আয়োজন!
#
সকালে এখানে পাতারা হলুদ হয়ে ঝরে
দুপুরে ভীষণ হাওয়া তোলপাড় তুমিও দুলে
আমাকে শাসাও ক্ষীণ
#
জানি মিলোনিয়াম পার্কে তোমাকে চুমু
সাতকাহনের প্রবাহে অবান্তর
ধ্যাৎ বলে সরে যেতে পারো অন্য শহর
আমি রোদ্দুর দাঁড়াবো কোথায় ?
#
শীতল কথাদের ঘুম ভেঙে গেলে
দরজা খুলো ড্রয়িং রুম।
#
উতল করে চলে যাচ্ছো মৌসুম কাল
এতো চুপচাপ বৃষ্টি আমার
নুড়ি-পাথরে বেজে ওঠো জল
একটা নদীও এঁকে দিও একটি সকাল।
1 comments:
দারুণ হয়েছে এই ১১ তম সংখ্যাটি। প্রিয় বলে ডাকলাম।
একটি মন্তব্য পোস্ট করুন