সোমবার, ১ জুলাই, ২০১৩

কবিতা - অমলেন্দু চন্দ

তিন মাইল ফলক
অমলেন্দু চন্দ


তিন মাইল ফলকের পাশে হাতের গেলাসে
মহুয়ার ঝাল ঝাঁঝ সাথে চানাচুর
বুঝতেই পারছেন এর পর কোন কথা হতে পারে
#
অরণ্যের দিনরাত্রি কিম্বা আবার অরণ্য
বিনয় ভাস্কর শক্তি কিম্বা ইদানীং
দশক টশক আর একুশ শতক টক
#
ইতিমধ্যে সাপ্লাই নতুন রসদ
নিকষ কষ্টিপাথর কিম্বা সুঠাম দীঘল নয়
নেবুগন্ধী ত্রিশোর্ধা গুমটি ওয়ালী
ভাঁজহীন কোমরের কোবাল্ট ঢেউয়ের নীচে
নিতম্বের দোদুল দুলুনি
গ্লাস লঙ্কা ছোলা সাথে আরও কিছু ফালা ফালা অবাধ্য গোপন
গোড়ালির নীচে জলভাঙ্গা ছপ ছপ আওয়াজ
একটু আগের সাইক্লোন মূর্ত রেখে দুরন্ত গমনে
আমাদের কিয়দংশ অনায়ত্ব রমণীতে চলে যায় অবাধ অবুঝ
#
তিন মাইল ফলক মহুয়ার ধক আর অনিবার্য কিছু স্পার্ম
নিজেদের ভরকেন্দ্রে পাথর ভাঙতে থাকে
জল জঙ্গল আর মহুয়ার টাঁড়ে
নক্ষত্র চিত্রকল্প কবিতার অভিসন্ধি বুক পেট আঙুল টাঙুল
#
অনায়ত্ব রমণীর ডিগডিগে বাচ্চাটা
রেখে যায় প্লেটশুদ্ধু গরম রুটির প্যাক আলুদ্দম ডিম ভাজা অর্ডার মাফিক

2 comments:

Srimanta Ghosh বলেছেন...

Oi manus gulor jibon-jattra ato nibir vabe apni janlen kivabe ...... ?? .....

Sir , ovivuto holam apnar ei 20-21 liner uponnas pore ...... SRODDHA....

অলক বিশ্বাস বলেছেন...

'আমাদের কিয়দংশ অনায়ত্ব রমণীতে চলে যায় অবাধ অবুঝ "_ অমলেন্দু চন্দ‘র কবিতাটি পড়লাম। বেশ লাগলো।