আলকাপের দল
বাণীব্রত কুণ্ডু
অনেক জমেছে কথা তবু কিছু বলবো না ভেবে বলিনি তোমাকে
রাত্রি দুই প্রহরে জেগে উঠি! দক্ষিণের ছোটো ব্যালকনিটায় ঝুঁকে
দাঁড়াই, দেখি দূর বটে অজস্র আলোকবিন্দু জ্বলজ্বল করে
আতসবাজির মতো নিভে গিয়ে জ্বলে ওঠে জ্বলে উঠে নিভে যায়
#
আজ আর বাজে না সে চারণসঙ্গীত, সাজে না বালকেরা বহুরূপী সাজ
গোধূলির ধুলো ওড়া রাঙা আলোমাখা পথে ধেয়ে আসে না তো কেউ
দু-বাহু ঊর্ধে তুলে আকাশে ছড়িয়ে মন কোনো উদাসী বাউল বাউলানী
গেরুয়া বসন আর একতারা হাতে নিয়ে গেয়ে ফেরে না তো চৈত্রর মাঠে!
#
তবু দেখো প্রিয়তমা ভালোবাসা ফেরি হয় হাত থেকে হাতে নির্বিবাধে
প্রতিবাদ করোনি তুমি আর আমিও তো বলিনি কিছু; বলার যা ছিল
জানি রাত্রি সকাল হলেই মুছে যাবে, মুছে যাবে সোহাগের সুখদাগ
সেই তুমি সেই আমি সেজে নেব, সেজে নেব আলকাপদলের মতন সাজ...
বাণীব্রত কুণ্ডু
অনেক জমেছে কথা তবু কিছু বলবো না ভেবে বলিনি তোমাকে
রাত্রি দুই প্রহরে জেগে উঠি! দক্ষিণের ছোটো ব্যালকনিটায় ঝুঁকে
দাঁড়াই, দেখি দূর বটে অজস্র আলোকবিন্দু জ্বলজ্বল করে
আতসবাজির মতো নিভে গিয়ে জ্বলে ওঠে জ্বলে উঠে নিভে যায়
#
আজ আর বাজে না সে চারণসঙ্গীত, সাজে না বালকেরা বহুরূপী সাজ
গোধূলির ধুলো ওড়া রাঙা আলোমাখা পথে ধেয়ে আসে না তো কেউ
দু-বাহু ঊর্ধে তুলে আকাশে ছড়িয়ে মন কোনো উদাসী বাউল বাউলানী
গেরুয়া বসন আর একতারা হাতে নিয়ে গেয়ে ফেরে না তো চৈত্রর মাঠে!
#
তবু দেখো প্রিয়তমা ভালোবাসা ফেরি হয় হাত থেকে হাতে নির্বিবাধে
প্রতিবাদ করোনি তুমি আর আমিও তো বলিনি কিছু; বলার যা ছিল
জানি রাত্রি সকাল হলেই মুছে যাবে, মুছে যাবে সোহাগের সুখদাগ
সেই তুমি সেই আমি সেজে নেব, সেজে নেব আলকাপদলের মতন সাজ...
1 comments:
Ghurnijhor
একটি মন্তব্য পোস্ট করুন