মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা -তাপসকিরণ রায়


তাপসকিরণ রায় 

স্থান 


তুমি মরে গেলে সে স্থান জেনো ভরে যায়,
সে অভাব বোধ মুছে যায় সময়ের জল চিহ্নে 
সকালের ফুল তাই সাঁঝ বেলায় ঝরে পড়ে, 
দেখো আবার ফুটে ওঠে ফুল,
ঝরা ফুলের ভাবনায় কেউ তো নির্লিপ্ত বসে নেই! 

অস্ত্র 


যদি তোমায় ছুঁতে পারতাম,ছুঁতে ছুঁতে ইচ্ছে দেখো মরে যায় একদিন 
ভাবনারা গজায় বসন্তে--আর দেহ জমে ভাবনার কোরক দেখো
প্রতিদিনের জন্ম মৃত্যুর সারে বাঁধা পড়ে আছে !

বারংবার আঘাতের ভোঁতা অস্ত্রগুলি ধারের অপেক্ষায় 
অযত্নে পড়ে থাকে পায়ের কাছে। 

আশ্রয় 


চলতে চলতে যখন দেখবে পরিশ্রান্ত তুমি
তখন সেই বট বৃক্ষের তল খুঁজে নেবে--ছায়ার বিশ্রামে ঢলে যাবে তোমার শরীর। 

পথিকের পথ শেষ হয় না কখনও--তুমি যতবার চেয়েছ পরিশ্রান্তির আশ্রয়,নিজেকে বারবার জিয়িয়ে নিতে
অনন্তে উঠে গেছে যে পথ,অফুরান হেঁটে হেঁটে 
যখন তুমি ক্লান্ত হবে--জীর্ণশীর্ণ তোমায়
আবার জেনো ফিরতে হবে সেই বৃক্ষ আশ্রয়ে