মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - ঝুম্পা রায়



ঝুম্পা রায়

যখন
 রয়েছ  দুরে

১.
তবুও ফাঁকির মার্বেল খেলায় মত্ত থাকে সত্ত্বা
দুধ সাদা দাঁতের হাসি কেড়ে নেয় প্রতিদিনের ঘুম
রসালো লতার মত আঙ্গুলের স্পর্শে শিহরিত হয় মগজের
শিরা,
এক অলিক স্বপ্নে বিভোর হয় হৃৎপিণ্ডের রক্তকণিকা
তারপর ...
বৃষ্টির আওয়াজে চোখ খুললেই দেখা দেয় সত্য এক সকাল !

জুবিনের কায়া

আমার দেওয়ালে ছায়া হয়ে কতবার ঘুরে গেছো তুমি
বুঝিনি তা কখনও আমি
ছিলাম পড়ে মাটির গর্তে সরীসৃপ হয়ে
আপন মনে নীরব সরোবরে
তুমিও তো ছিলে লুকিয়ে আমারই মতন গোপন বিজনই
এইভাবে না দেখে না বুঝে কেটে গেছে কতদিন রাত
এখন শেষ বেলায় প্রেম হয়ে ডাক দিলে ...ওগো প্রিয়
ধরতে চাইলে আমার হাত