মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - বর্ণশ্রী বকসী



বর্ণশ্রী বকসী
 
মুগ্ধতা

খুঁজে ফিরি মিশরের পথে পথে
ফেলে আসা জন্মের স্মৃতি
লুক্সর গীজা আসিউত ভেনিস হয়ে
যে মন এসেছে সিন্ধু পারাপার!
ফারাওদের না বলা কথা
পিরামিডের অভ্যন্তরে প্রোথিত
মমি শরীর জানে......
হারিয়ে যাওয়া নদীর মাঝে
লুকানো রূপকথা
সন্ন্যাসের মাধুকরীর হেঁটে বেড়ানোর দিন
আইসবার্গের ভেঙে পড়ার মুহূর্ত
স্তব্ধতায় নতুনের আশা কিংবা
পর্বত গুহায় মৌন তপস্যার দিন,
প্রাচীনত্বের মোড়ক ছিঁড়ে
ক্রমশ বেড়িয়ে আসা