মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - ইন্দ্রজিত মাজী



ইন্দ্রজিত মাজী

সে এলো

আরক্তিম  গোধূলিতে সে এলো;
কিছু দিল সে,হয়ত বা কিছু নিল সে!
সাজিয়ে দিল উষ্ণ অনুভূতি-
ফুলের পাঁপড়ির মত থরে থরে;
সে এলো,
স্মৃতির চিত্র সাজিয়ে দিল-
আগামীর ফ্রেমে
সে এলো,
প্রেমের নিদর্শন রাখল,
অনুতে,পরমানুতে রন্ধ্রে রন্ধ্রে;
দোলা দিল সবুজ শ্যামলে,
অনাদরে ফোটা কাশ উঠল নেচে-
উন্মত্ত ঢেউয়ের মত
সে এলো,
গাইল জীবনের জয়গান,
সে এলো,
গাইল সমাপিকা,হল প্রতীক্ষার অবসান।।