সঞ্চিতা  চট্টোপাধ্যায়
ছাঁদ
সবার থাকে না  কিছু জনমোহিনী ছাঁদ ,
বিকেলে বিনুনি বেঁধে ফিক করে
হাসা ,
এরকমই আরও কিছু আনুষঙ্গিক-
কিম্বা নিকোনো হাতে – বাইককে
টাটা ।
সবার থাকেনা ছাদে এক্কা দোক্কা
ঘর ,
তারেরা টাঙ্গানো  থাকে শুধু ।
কাপড়ের  ভাঁজে  ভাঁজে লেগে থাকে সময়ের জং-
ওটুকুই রং ।
বাকিটুকু বড়জোর-
শুকো দেওয়া আঁচারের তেল।
পাঁচিল টপকে গেলে শুরু যার  ক্ষমাহীন খাঁদ ।
সবার থাকেনা  কিছু
জনমোহিনী ছাঁদ।







0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন