দুটি কবিতা
তনভীর হোসেন
শিকার
রাতে আমি
দেয়ালি টিকটিকি দেখি,
স্থির ও স্থিরের মাঝে থাকে
গতিরোধক রাত,
এই ত্রিমাত্রিক দৃশ্যে শিকার শিখি,
আমার আশেপাশে
সবার শিকারি স্বভাব,
কি লাভ নখ দাঁত ফেলে রেখে,
চলো শিকার খেলি।
বয়স
স্তব্ধ চাইনা
তবে যে মাছের পেটি খুঁড়ে
সাঁতার পাইনা
পাই গর্ত...কাঁটা
সে কাঁটা তুমিও
তোমারও বয়স পাবে
দোল খাবে উন্নত
পাতলা ঝোলের গভীরে একদিন
ডুবে যাবে সবুজ আপেল।
তনভীর হোসেন
শিকার
রাতে আমি
দেয়ালি টিকটিকি দেখি,
স্থির ও স্থিরের মাঝে থাকে
গতিরোধক রাত,
এই ত্রিমাত্রিক দৃশ্যে শিকার শিখি,
আমার আশেপাশে
সবার শিকারি স্বভাব,
কি লাভ নখ দাঁত ফেলে রেখে,
চলো শিকার খেলি।
বয়স
স্তব্ধ চাইনা
তবে যে মাছের পেটি খুঁড়ে
সাঁতার পাইনা
পাই গর্ত...কাঁটা
সে কাঁটা তুমিও
তোমারও বয়স পাবে
দোল খাবে উন্নত
পাতলা ঝোলের গভীরে একদিন
ডুবে যাবে সবুজ আপেল।
1 comments:
Duti kobitai vishon valo...sobder tristorio proyog lokkhonio. Kobita sesh hobar por o resh theke jay.
একটি মন্তব্য পোস্ট করুন