সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা - দেবযানী বসু

 হারামন

 




দেশলাই বাক্স কতোটা সুন্দর সে নিজেই জানে না বারুদের প্রতারণা ধরতে পারে নি সারা জীবন  

ক্যানভাসে হারানো চাবিদের ছবিমন দেখি মন দিয়ে অবাক হই যে পাশে বারুদ সে পাশে নেশা শতবার 

কাঁদালেও



নেবুলানেবুর সীমানায় রেজরগুলো আবেগ মাখে মন হারানোহারানো...শীত জানে হারানো কোকিল ফিরে

আসবে গোলাপ উল্লাসের মাঝে সত্যি জলজ ছবিদের কোন অবসর নেই, অবসর যতক্ষণ না মুখ থুবড়ে 

পড়ছে