রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - সতীশ বিশ্বাস

সুখ
সতীশ বিশ্বাস


নিয়ম মানায় কোন সুখ নেই
বড়ো একঘেঁয়ে লাগে মাঝে মাঝে
দিনের আলোকে;একা একা তাই-
ঘন অন্ধকার চোখে চেয়ে থাকা বৃত্তের দিকে
গোলাপের শিশু কুঁড়িটির মত ফুটে উঠলে
একটি জোনাকি- দিনের আকাশ ভরে অজস্র তারায়
গুহার ভেতর থেকে তিরতির ছুটে আসে
আলোকের ধারা।